ভোরে ৫ মিনিট ঝটিকা মিছিল করে উধাও যুবলীগের নেতাকর্মীরা

- Repoter 11
- 17 Jun, 2025
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে আজিমপুর ১৯/১-ডি, শেখ সাহেব বাজার রোড ইউসেপ-হাজী শফি উল্লাহ স্কুলের গলিতে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড শাখার নেতা ইমনের নেতৃত্বে ঝটিকা মিছিলটি হয়। মিছিলটি প্রায় ৪ থেকে ৫ মিনিট স্থায়ী হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
মিছিল চলাকালে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলো ছিল—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে”, ‘এ লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই ঘটনার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও প্রতিবাদ কার্যক্রম চালিয়ে আসছেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *