কুড়িগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

- Repoter 11
- 17 Jun, 2025
Nayabangladesh.com
কুড়িগ্রাম প্রতিনিধি, ১৭ জুন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। বক্তারা বলেন, দ্রুত মামলা গ্রহন করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
তারা জানান, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়ে বলে, বাবা হয়ে আপনি কিভাবে আমার সাথে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো, তবে আমার সাথে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই।
এবিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।
নয়া বাংলাদেশ একটি অনলাইন ভিক্তিক গণমাধ্যম
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Search
Category
ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন