কুড়িগ্রামে ‘গার্লস লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

- Repoter 11
- 19 Jun, 2025
Nayabangladesh.com
কুড়িগ্রামে ‘গার্লস লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত
মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
"বাধাঁ পড়তে নয়, ভাঙতে এসেছি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে কিশোরী ও যুব নারীদের অংশগ্রহণে দুই দিন ব্যাপী গার্লস লিডারশিপ সামিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন ইউনিয়নের ৮৬ জন কিশোর ও যুব নারীদের অংশ গ্রহনে গার্লস লিডার শিপ ২০২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ জুন) কুড়িগ্রাম পৌর শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আরডিআরএস ও এমজেএসকেএস যৌথ উদ্যোগে গার্লস লিডারশিপ সামিট ২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কিশোরী ও যুব নারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
সামিটে মেয়েদের অধিকার, নেতৃত্ব বিকাশ, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন সেশনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: সোহেলী পারভীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহাদাত হোসেন, ম্যাথিল্ডা মেন্ডেস, প্রজেক্ট ম্যানেজার, চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কেএম রাশেদুল আরেফিন, টিম লিডার সোসাল ডেভেলপমেন্ট, আরডিআরএস বাংলাদেশ, শ্যামল চন্দ্র সরকার, প্রধান নির্বাহী, এমজেএসকেএস এবং হাসিবুর রহমান হাসিব, প্রতিনিধি এনটিভি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিবিসি জরিপে ১০০ জন প্রভাবশালীদের তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচীত নারী রিকতা আক্তার বানুসহ প্রমুখ।
গার্লস লিডারশিপ সামিট ২০২৫ এর মূল উদ্দেশ্য ছিল কিশোরী ও তরুণীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে তাদের নিজ নিজ সমাজে শিশু বিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম করে তোলা।
নয়া বাংলাদেশ একটি অনলাইন ভিক্তিক গণমাধ্যম
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Search
Category
ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন