আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

- Reporter 21
- 17 Jun, 2025
Nayabangladesh.com
আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে ব্যবসায়ীর বসত বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন,গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী(৪৫),রংপুরের তারাগঞ্জ থানার ছোট লক্ষীপুরের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম(৩৬),সিরাজগঞ্জের চৌহালী থানার মধ্যখাসকাওলীয়া মিয়াপাড়ার আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন(৪০), টাঙ্গাইলের ভূয়াপুর থানার কুঠিবয়রা এলাকার
মৃত একেন্দালী সরকারের ছেলে মামুন সরকার(৪২) ও একই উপজেলার রামাইলের চর এলাকার মোঃ সাত্তারের ছেলে মোঃ সেলিম(৩০)।
মঙ্গলবার (১৭ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়,গত (২৪ মে) রাতে দেড়টার কিছু পরে চন্দনী বাজার সংলগ্ন পাট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ির বাউন্ডারীর তারকাটা কাটে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এসময় তাদের কাছে থাকা লোহার রড, কাঠের বাটাম, ধারালো ছ্যানদা, চাপাতি নিয়ে বাড়ীর দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে।তারা ঘরের ভেতর ঢুকেই বিশ্বনাথ বিশ্বাসের মাথায় ধারালো ছ্যানদা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ৬ লক্ষ টাকা ও ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদুর রহমান বলেন, দীর্ঘ ৩৬ ঘন্টা গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক চালান ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তারা চন্দনীর ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে ডাকাতির সাথে জড়িত।
নয়া বাংলাদেশ একটি অনলাইন ভিক্তিক গণমাধ্যম
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Search
Category
ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন