অটো ছিনতাইয়ের জন্য চালক কে গলা কেটে হত্যা,মূলহোতা সহ গ্রেফতার ৩

- Reporter 21
- 17 Jun, 2025
Nayabangladesh.com
অটো ছিনতাইয়ের জন্য চালক কে গলা কেটে হত্যা,মূলহোতা সহ গ্রেফতার ৩
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন (৩০) নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযানে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা, দুটি মোবাইল ফোন, ৫৮০ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাকু ও দুটি চাপাতি।
নিহতের স্ত্রী রাকিবা (২৫) অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গত ১৬ জুন পলাশ থানায় মামলা দায়ের করলে, পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে একই রাতেই নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেন মৃধার ছেলে ইসমাইল মৃধা ওরফে কসাই ইসমাইল (২৫),
খানেপুর গ্রামের সাদেকের ছেলে শাকিল (২৯),
ও নরসিংদী সদরের শ্রীনগর দড়িপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে কবির হোসেন (৫৪)।
পুলিশ ও নিহতের স্ত্রী সূত্রে জানা যায়, শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে দেলোয়ার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন (১৫ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে পলাশ উপজেলার ধনারচর এলাকার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে কলাবাগানে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহটি ছিল গলাকাটা, পেট ফাটা ও উলঙ্গ অবস্থায়। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় দেলোয়ারকে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হলে সেখানে গিয়ে স্ত্রী রাকিবা মরদেহ শনাক্ত করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “গ্রেপ্তার ইসমাইল, কবির ও শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ছাড়া তারা গত বছরের নভেম্বরে ইউনুস নামে এক অটোচালককে একই কায়দায় হত্যা করে অটো ছিনতাই করেছে বলেও জানিয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি আরও তদন্তাধীন রয়েছে।
নয়া বাংলাদেশ একটি অনলাইন ভিক্তিক গণমাধ্যম
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Search
Category
ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন