রাজবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী ১২ মামলার আসামী ইনসান গ্রেফতার

- Reporter 21
- 17 Jun, 2025
Nayabangladesh.com
রাজবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী ১২ মামলার আসামী ইনসান গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী শহরের আতঙ্ক ও চিহ্নিত সন্ত্রাসী ১২ মামলার আসামী মোঃ আশরাফুল হক ইনসান ওরফে ইনসান শেখ (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ও মুকুল ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা সহ ১২টি মামলার অভিযোগ রয়েছে।
সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজবাড়ী শহরের গোদারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোঃ মাহমুদুর রহমান।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ২৩ মার্চ বিকেল ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর কালীতলা এলাকায় জনৈক জাহিদের বাড়ির সামনে সন্ত্রাসী ইনসান শেখ ভিকটিম নাহিদ ইসলাম (২৫) কে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে। আঘাত ভিকটিমের ডান হাতের কনিষ্ঠ আঙুল ও কনুইয়ে লেগে গুরুতর জখম হয়। আহত অবস্থায় ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা (নং-৩৩, তারিখ: ২৯/০৩/২০২৫) রুজু করা হয়। মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইনসান শেখ তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
নয়া বাংলাদেশ একটি অনলাইন ভিক্তিক গণমাধ্যম
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Search
Category
ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন