সুনামগঞ্জ থেকে অপহৃত কিশোরী নরসিংদী থেকে উদ্ধার

- Reporter 21
- 17 Jun, 2025
Nayabangladesh.com
সুনামগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার, নরসিংদীতে গ্রেপ্তার অপহরণকারী
নাজমুল হাসান ( নরসিংদী)
সুনামগঞ্জ থেকে অপহৃত ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-১১। সোমবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একই অভিযানে মূল অভিযুক্ত বাহাদুর ইসলাম (২২) কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ জানায়, গত ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকা থেকে ওই কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে বাহাদুর ও তার সহযোগী ইসলাম (১৯)। বিষয়টি ভিকটিমের পরিবার বিশ্বম্ভরপুর থানায় জানালে, অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ অভিযান শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় র্যাবের একটি দল সোমবার রাতে মনোহরদীর হাতিরদিয়া এলাকায় অবস্থান নেয়। পরে নির্দিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং বাহাদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, “অভিযুক্ত ও ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় র্যাব।
নয়া বাংলাদেশ একটি অনলাইন ভিক্তিক গণমাধ্যম
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Search
Category
ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন