রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।
নয়া বাংলাদেশ প্রতিবেদক
Update Time :
Wednesday, July 9, 2025
/
16 Time View
/
Share
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খাগজানা মোড়সংলগ্ন আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনায় উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের অন্তত চারজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণের জন্য বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।