November 14, 2025, 12:15 pm
শিরোনামঃ
ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ

কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর পাঁচগাছি ছড়া মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদ সহ ৬-দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আলেয়ার বাজার সড়ক প্রদক্ষিণ করে পাঁচগাছি ছড়ার সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় কৃষক আয়নাল হক, আউয়াল হোসেন ডাক্তার, কৃষক মোনা, কৃষক শাহাজামাল, আজিজুল হক, নুর আমিন, “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল করিম, অর্থ সমন্বয়ক রফিকুল ইসলাম, ঘোগাদহ ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদ হোসেন নজির প্রমুখ।

এসময় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অন্তত দুই শতাধিক স্থানীয় মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমাদের মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে অন্যায়ভাবে জুলুম করে ইজারাদার দিয়ে মাছ চাষ করা হচ্ছে। আমরা আমাদের জমির রেকর্ড সংশোধন চাই। ছড়ায় মাছ চাষের কারনে ইজারাদার পানির প্রবাহ বন্ধ করে দেয়। ফলে কচুরিপানা সহ ময়লা আবর্জনা জমিতে জমা হয়। যার কারণে রোপা আমন চাষে খরচ ও শ্রম বৃদ্ধি পায়। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসছে। তাই আমরা অনতিবিলম্বে জলমহাল উন্মুক্ত করন সহ ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারের নিকট দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।

৬-দফা দাবী সমুহ হলো- ১। জমির রেকর্ড সংশোধন করতে হবে। ২। সুইচ গেট প্রশস্ত করতে হবে। ৩। চাষযোগ্য জমি থেকে কচুরিপানা নিধন করতে হবে। ৪। জলমহাল উন্মুক্ত/ইজারাদার মুক্ত করতে হবে। ৫। আমাদের জমিতে আমাদেরকে মাছ ধরার অধিকার দিতে হবে। ৬। রাস্তা সংস্কার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন