কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর পাঁচগাছি ছড়া মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদ সহ ৬-দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আলেয়ার বাজার সড়ক প্রদক্ষিণ করে পাঁচগাছি ছড়ার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় কৃষক আয়নাল হক, আউয়াল হোসেন ডাক্তার, কৃষক মোনা, কৃষক শাহাজামাল, আজিজুল হক, নুর আমিন, “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল করিম, অর্থ সমন্বয়ক রফিকুল ইসলাম, ঘোগাদহ ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদ হোসেন নজির প্রমুখ।
এসময় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অন্তত দুই শতাধিক স্থানীয় মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে অন্যায়ভাবে জুলুম করে ইজারাদার দিয়ে মাছ চাষ করা হচ্ছে। আমরা আমাদের জমির রেকর্ড সংশোধন চাই। ছড়ায় মাছ চাষের কারনে ইজারাদার পানির প্রবাহ বন্ধ করে দেয়। ফলে কচুরিপানা সহ ময়লা আবর্জনা জমিতে জমা হয়। যার কারণে রোপা আমন চাষে খরচ ও শ্রম বৃদ্ধি পায়। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসছে। তাই আমরা অনতিবিলম্বে জলমহাল উন্মুক্ত করন সহ ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারের নিকট দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।
৬-দফা দাবী সমুহ হলো- ১। জমির রেকর্ড সংশোধন করতে হবে। ২। সুইচ গেট প্রশস্ত করতে হবে। ৩। চাষযোগ্য জমি থেকে কচুরিপানা নিধন করতে হবে। ৪। জলমহাল উন্মুক্ত/ইজারাদার মুক্ত করতে হবে। ৫। আমাদের জমিতে আমাদেরকে মাছ ধরার অধিকার দিতে হবে। ৬। রাস্তা সংস্কার করতে হবে।