July 11, 2025, 12:58 pm
শিরোনামঃ
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সন্দেহে গার্মেন্টস মালিক ঘরে অবরুদ্ধ ফ্ল্যাটে ৬ মাস ধরে পড়েছিল অভিনেত্রী হুমাইরার মরদেহ গ্যাস সংকটে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ ইউনিটের উৎপাদন বন্ধ পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের মোটর সাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত টানা বর্ষণে উপড়ে পড়ল ৩০ বছরের পুরনো গাছ পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার    মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার পাংশার এই বিদ্যালয়ের মাএ ১ জন শিক্ষার্থী পাস করেছে। ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ বিষয়ক সচেতনতা মুলক উঠান বৈঠক অনুষ্ঠিত শতভাগ পাশ শতভাগ জিপিএ ৫ দেশ সেরা সাফল্য নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমর্স

ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ-প্রতারণা, আটক ১২

নয়া বাংলাদেশ প্রতিবেদক
আটক ব্যক্তিরা
আটক ব্যক্তিরা

নাটোরের লালপুরে ইমো অ্যাপ ব্যবহার করে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ ও প্রতারণার অভিযোগে ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আজ বুধবার ভোর ৫টার সময় লালপুরের বিলমাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে সেনাবাহিনী।

 

 

 

আটক ব্যক্তিরা হলেন- বিলমাড়িয়া এলাকার রাসেল আহমেদ, আবির হোসেন, রিয়াজ হোসেন, রাব্বি হোসেন, মুরাদ হোসেন, মো. সানজিল, আবু কাউসার মোন্ন, সাগর আহমেদ, আব্দুল মমিন, হৃদয় আহমেদ, কাউসার আলী, প্রাপ্তি মণ্ডল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় একটি চক্র ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ এ চক্রের ১২ সদস্যকে আটক করে। এ সময় তল্লাশি করে ১৬টি অ্যান্ড্রয়েড ফোন, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, ১টি দেশী অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করে। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, প্রতারক চক্রের ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ৮ জনের বিরুদ্ধে নিয়মিত সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেইজবুকে আমাদের সাথেই থাকুন