October 29, 2025, 12:35 pm
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে

মো:সৌরব,

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে

মো:সৌরব,

জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও দাবিগুলোকে বৈশ্বিক নীতিনির্ধারণের আলোচনায় তুলে ধরার উদ্দেশ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ফ্ল্যা ‘Voices of Climate: Our Climate, Our Future’। এই কার্যক্রমের আয়োজন করে জাগো ফাউন্ডেশন-এর যুব শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা টিম।

 

শুক্রবার বিকাল ৫টায় বরিশাল শহরের প্রাণকেন্দ্র চৌমাথা লেকপাড়ে আয়োজিত এই ফ্ল্যাশমবটি ছিল ‘Voices of Climate’ ক্যাম্পেইনের অংশ, যা ব্রাজিলে আসন্ন COP-30 সম্মেলনে বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার বৃহত্তর উদ্যোগের একটি অংশ।
ফ্ল্যাশমবে অংশগ্রহণকারী তরুণরা সৃজনশীল পরিবেশনা, বার্তা ও প্রতীকী কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা ও টেকসই সমাধানের দাবি প্রকাশ করেন। সাধারণ মানুষের ভিড়ে তরুণদের এ উদ্ভাবনী প্রচারণা ব্যাপক সাড়া তোলে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি সুমন রহমান বলেন, “বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিদিন জলবায়ু সংকটের প্রভাব অনুভব করছেন, কিন্তু তাদের কণ্ঠস্বর সচরাচর আন্তর্জাতিক পরিসরে পৌঁছায় না। আমাদের এই ফ্ল্যাশমবের উদ্দেশ্য ছিল সেই গল্পগুলোকে জীবন্তভাবে উপস্থাপন করা, যাতে বিশ্বনেতারা তরুণদের বার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।”

জাতীয় পর্যায়ে ক্যাম্পেইনের প্রভাব ‘Voices of Climate: Our Climate, Our Future’ ক্যাম্পেইনটি দেশের আটটি বিভাগের ১৬টি যুব নেতৃত্বাধীন সংগঠনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। ফ্ল্যাশমবের পাশাপাশি ক্যাম্পেইনের আওতায় ১১২টিরও বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি হচ্ছে, যা জলবায়ু পরিবর্তন ও আচরণগত পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে তরুণদের সম্মিলিত দাবি ও সুপারিশসমূহকে একত্র করে একটি বিশেষ ‘Climate Capsule’ তৈরি করা হবে, যা COP-30-এ বাংলাদেশের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এই ক্যাম্পেইনে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘Gildan’ সহযোগী হিসেবে এবং ‘একশনএইড বাংলাদেশ’ নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের এমন সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতামূলক উদ্যোগ বাংলাদেশের পরিবেশ আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন