শৈলকুপায় প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের পাশে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের প্রবাসী আয়ুব আজ (২৪ আগস্ট) মঙ্গলবার মৃত্যুবরণ করেন। হঠাৎ এ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শৈলকুপা আসনের এমপি প্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান মরহুমের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ধৈর্যের সঙ্গে এ শোক সইবার তাওফিক কামনা করেন।
অধ্যাপক এ এস এম মতিউর রহমান বলেন, “প্রবাসী আয়ুব ভাইয়ের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি তার পরিবারের পাশে আছি এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন আয়ুব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।”
এ সময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। প্রবাসী আয়ুবের অকাল মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোক বিরাজ করছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।