চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করার পরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোর রাতের দিকে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জোবরা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
এর আগে গতকাল মঙ্গলবার মামলা হয় বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।
তিনি জানান, মামলা দায়ের করার পরে পুলিশের অভিযান চালানো হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করেছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।