September 8, 2025, 4:34 pm
শিরোনামঃ
প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, নবদম্পতিকে দেখতে ভিড় জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট নরসিংদীর রায়পুরায় ‘শহীদ আবু সাঈদ স্কুল’ এর নামফলক উন্মোচন কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ ও রোপন পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে যুবককে বাসায় ডেকে গলা কাটার চেষ্টা, মা-ছেলে গ্রেফতার নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ব্যবস্থা নিতে নির্দেশ গোয়ালন্দে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার বিরল উপচ্ছায়া গ্রহণের পরই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জেনে নিন সঠিক সময় আওয়ামী কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলা: সালাহউদ্দিন

এবার সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১

নয়া বাংলাদেশ ডেস্ক

কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীতে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল থেকে আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম বলে জানা গেছে। তিনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ।

মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে।

বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাজারখানেক লোক মেট্রোরেলের মোড় দিয়ে মিছিল শুরু করে খামার বাড়ির দিকে যেতে থাকে। এ সময় ‘জয়বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে খামারবাড়ির দিকে যায় তারা।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায়ও ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। তার আগে ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

অবশ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারে পতনের পর থেকেই মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন