সম্প্রতি মাহি-জায়েদের দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন দুজন। এরপরই শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’
মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। ফলে তাদের দুজনের প্রেমের গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদের শিরোনামও হচ্ছে নতুন করে।
তবে জায়েদ খান একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তিনি বলেন, ‘মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।’
জায়েদ আরও জানালেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই তার সহকর্মী।