October 28, 2025, 11:14 pm
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী সংর্ঘাতে নয়- ড.আবদুল মঈন খাঁন

নাজমুল হাসান ( নরসিংদী )

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, এতে ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের সম্মিলিত আন্দোলনের ফসলেই আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ সেই বিজয়কে সুসংহত করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সাধুরবাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা দেশ চালাবে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না বলেই তারা শত শত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করেছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা হিংসা, বিদ্বেষ, সংঘাত ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে হবে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কথা উল্লেখ করে ড. মঈন খান আরও বলেন, “১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পলাশে উন্নয়ন করেছি। ইনশাআল্লাহ সৎ ও সঠিক পথে থাকলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ৫ শত উপজেলার মধ্যে পলাশকে সবচেয়ে শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করবো এবং গজারিয়া ইউনিয়নকে উন্নত ইউনিয়নে গড়ে তুলবো।”

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন