July 11, 2025, 4:05 pm

মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নাজমুল হাসান ( নরসিংদী)
মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে মাধবদী পৌর শহরের খনমর্দী এলাকা থেকে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান তল্লাশি করে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (২৫) এবং সদর উপজেলার আহরন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে মোঃ নিরব আহমেদ (১৯)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭ নম্বরের একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির বডির নিচে তৈরি করা গোপন চেম্বার থেকে ৬০ কেজি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করা হয়।”

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেইজবুকে আমাদের সাথেই থাকুন