September 18, 2025, 12:38 pm
শিরোনামঃ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে নিহত ১ গুলিবিদ্ধ ৫

নাজমুল হাসান ( নরসিংদী )

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার নেতৃত্বে দুই গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এসময় গুলি ছোড়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে ইদন মিয়ার মৃত্যু হয়। নিহত তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছে, নদী থেকে বালু উত্তোলন, দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উভয় গ্রুপে বিভাজন তৈরি হয় এবং আজকের সংঘর্ষ তারই ধারাবাহিকতা।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও যুক্ত রয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন