September 18, 2025, 3:13 pm

প্রেমিকের সঙ্গে পালালেন মা, বাবার বিয়ের আয়োজন করল ছেলে!

নয়া বাংলাদেশ ডেস্ক

স্বামী থাকেন প্রবাসে, এদিকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী। মায়ের এমন কর্মকাণ্ডে ভেঙে পড়ার কথা যেকোনো সন্তানের। কিন্তু তার ব্যতিক্রম দেখা গেল পাবনার সাথিয়া উপজেলায়। প্রেমিকের সঙ্গে মা পালিয়ে যাওয়ার পর ডিজে বক্স বাজিয়ে বাবার বিয়ের আয়োজন করলেন ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানা গেছে। ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে ডিজে বক্স বাজাচ্ছেন এবং ভিডিও কলের মাধ্যমে বাবার বিয়ের আয়োজন করছেন।

জানা গেছে, ওই ছেলের মা অন্যজনকে নিয়ে পালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে ভিডিও কলের মাধ্যমে নতুন করে প্রবাসী বাবাকে বিয়ে করানোর আয়োজন করেন।

ঘটনাটি ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে অনেকে বলছেন, এমন সন্তান দেখার সুযোগ সচরাচর হয় না। বাবা-মায়ের বিচ্ছিন্নতায়ও তিনি প্রমাণ করলেন সন্তানের সাহস আর দায়িত্ববোধ কখনো কম হয় না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন