November 1, 2025, 12:45 am
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

বিএনপি উড়ে এসে জুড়ে বসার দল না : মির্জা ফখরুল

নয়া বাংলাদেশ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সুযোগ এসেছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। অনেকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন। বিএনপি উড়ে এসে জুড়ে বসার দল না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপির পক্ষে সবাই দাঁড়ান। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, ভেঙে ফেলবার কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা-গুম করেছে তারাই পালিয়ে গেছে।

তিনি বলেন, আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ ও অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো সবকিছু দিয়েছে এই বাংলাদেশে। শহীদ জিয়াকে যখন এ দেশের শত্রুরা হত্যা করল, তারা ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। কিন্তু সেই গণতন্ত্রের পতাকা হাতে তুললেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি লড়াই করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। অনেক নেতারা তার সঙ্গে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বিনা বেতনে মেয়েদের পড়াশোনার করার ব্যবস্থা করেছিলেন। তিনি কোটা ব্যবস্থার মাধ্যমে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন। এই দল উড়ে এসে জুড়ে বসেনি। লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছে। আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশে স্বাধীন করেছে। আমাদের গর্ব ১৯৭১ সাল। আমাদের নেতা (জিয়াউর রহমান) গণতন্ত্র দিয়েছেন। আপনারা সেই দলের গর্বিত সদস্য।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এর আগে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে ২ হজার ৯০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এই ভোটের মধ্য দিয়েই গঠিত হবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব। সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন