২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার
টগরাইহাট বাজার, দিনোবাজার, বটতলা যাদুরচর বাজার, রাজারহাট স্টেশন রোড, রাজারহাট কলেজ রোড, রাজারহাট বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব বাজার ও এলাকার সাধারণ মানুষ, খেটেখাওয়া, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এ জেলার রাজারহাট উপজেলার অন্যতম প্রধান সমস্যা বন্যা ও তিস্তা নদীর ভাঙন। এসব সমস্যা নিরসনে নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ফ্লাড সেন্টার সহ তিস্তার ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।”
তিনি আরও বলেন, “পিছিয়ে পরা কুড়িগ্রাম-২ আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দূর্বল স্বাস্থ্য সেবা, গুণগত মানের শিক্ষার অভাব সহ যাবতীয় সমস্যা দূরীকরণে কাজ করবো ইনশাআল্লাহ!”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সদস্য শফিকুল ইসলাম শফি,
সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা সদস্য সচিব নুর জামাল মিয়া, সদর উপজেলা সদস্য আব্দুস সালাম, তাইজুল ইসলাম, হাবিবুর রহমান হবি, সাইফুল ইসলাম ভান্ডারী, শাহিন প্রমুখ।