“একে অন্যের হাত ধরি,সুন্দর সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীতে মানবিক সংগঠন খালিয়া একতা যুব সংঘ এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ারম্যান গবাদি পশু বিতরণ করা হয়েছে। এসময় রাস্তায় সোলার লাইট স্থাপন করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার খালিয়া চেয়ারম্যান বাড়িতে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রাণী সম্পদ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক ডা: হাজী আব্দুর রাজ্জাক। এছাড়াও বালিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মানবেন্দ্র মজুমদার।
সংগঠনের সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পরান মল্লিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে অর্ধশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার ও গবাদি পশু বিতরণ করা হয়। পরে এলাকায় নিরাপত্তা ও জনসার্থে রাস্তার পাশ দিয়ে সোলার লাইট স্থাপন করা হয়।