বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু আন্দোলনের এক বিশেষ দিন। একই আহ্বানে সাড়া দিয়ে দেশের উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেতাগী প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন স্থানীয় পরিবেশকর্মী সাইদুল ইসলাম মন্টু, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা মো. আরিফুল ইসলাম মান্না, সদস্য আরিফ হাসান, বিন্তি, বুশরা, ইলমা, নিশিতা বিশ্বাস, ইমন, বুশরা, অধরা, অংকিতা, অনন্যা, ইশরাতসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশার মানুষ।
আয়োজকরা জানান, বর্তমানে ব্রাজিলের বেলেম শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপ-৩০। সেখানে জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত চূড়ান্ত করার আলোচনায় ব্যস্ত বিশ্ব নেতারা। সম্মেলনের সিদ্ধান্তকে জনমুখী করতে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি, গণআন্দোলন এবং জনমত গঠনের কার্যক্রম চলছে।
তাদের মতে, উপকূলীয় জনপদের মানুষ প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো ভয়াবহ জলবায়ু ঝুঁকির মুখে বাস করছে। এই বাস্তবতা এবং স্থানীয় মানুষের ভোগান্তি বিশ্ব দরবারে তুলে ধরতেই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলেন, “বেলেম সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত যেন জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত করে—এ দাবিই আমরা আজ তুলে ধরছি।”
তারা আশা করছেন, বেতাগীর এই কর্মসূচি দক্ষিণাঞ্চলের মানুষের জলবায়ু অধিকার আদায়ের আন্দোলনে নতুন গতি যোগ করবে