কুড়িগ্রামে আইএলডিপি প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক ডাঃ আব্দুল হাই সরকার
কুড়িগ্রামে প্রাণিসম্পদ বিভাগের আইএলডিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আব্দুল হাই সরকার ও উপ-প্রধান মহামারী বিশেষজ্ঞ ডাঃ রফিকুল আলম (ডিসিই)।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে এ প্রকল্প পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (আই.এল.ডি.পি) ডাঃ মোঃ শামসুর রহমান সুমন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও প্রকল্পের সার্বিক খোঁজ নেন কর্মকর্তারা।