July 19, 2025, 11:04 am
শিরোনামঃ
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : নুর কুড়িগ্রামের জুলাই-আগস্ট শহীদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে পলাশে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি ২৫ উপজেলায় পূরণ হয়নি ২০০ ভোটারের শর্ত কাশিয়ানীতে আ.লীগ-ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ বাংলাদেশের কোটি মানুষের দাবী ভোটের অধিকার ফিরিয়ে দিন – মঈন খাঁন রাস্তার পাশে ড্রাগনের দোকান দিয়ে মন কেড়েছে শিপলু মিয়া ১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে সোমবার (১৪ জুলাই) বিকালে উপজেলার ১৩টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চন্ডিপাশা ও গাংগাইল ইউনিয়ন বিএনপি নান্দাইল চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে কিশোরগঞ্জ-

ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে চৌরাস্তা চত্বরে যাত্রী ছাউনিতে এসে শেষ হয়। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নাজমুল হাসান ভূঁইয়া,রেজাউল করিম ভূঁইয়া বাবলু, গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রোকন উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ সহ প্রমুখ।

মুশুল্লি ইউনিয়ন বিএনপি তারেরঘাট বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য ফুরকান উদ্দিন, রফিকুল ইসলাম, বিএনপি নেতা রুরুনুজ্জামান সহ প্রমুখ। রাজগাতি ইউনিয়ন বিএনপি দরিল্লা বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আজিজুল ইসলাম, রাজগাতি ইউনিয়ন বিএনপি নেতা ইমরান হাসান খোকা সহ প্রমুখ। শেরপুর ইউনিয়ন বিএনপি পাঁচরুখী বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল খান প্রিন্স,বিএনপি নেতা জিয়া উদ্দিন জিয়া, শহীদুল্লাহ্ সহ প্রমুখ। জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক উসমান গনি ভূঁইয়া গেনুর নেতৃত্বে। এছাড়াও খারুয়া ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহবায়ক কাজী আব্দুস সাত্তার,সদস্য হাবিবুর রহমান, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি সহ প্রমুখ।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন