জুলাই অভ্যুত্থানের নেতাদের পদযাত্রা রাজবাড়ীতে, রেলগেটে গণজমায়েতের ডাক
ঢাকার পর নিজের সবচেয়ে স্মৃতিবিজড়িত শহর রাজবাড়ীতে এক ভিন্নধর্মী ভালোবাসা নিয়ে ফিরছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এক সংগঠক। আগামী ১৭ই জুলাই, বিকেল ৩টায় শহরের ঐতিহাসিক রেলগেট চত্বরে পৌঁছাবে তাঁর নেতৃত্বাধীন পদযাত্রা। এই পদযাত্রায় শামিল হবেন জুলাই অভ্যুত্থানের নায়ক নাহিদ, হাসনাত, সারজিস, নাসির এবং আখতারসহ অন্যান্য শীর্ষ নেতারা।
পহেলা জুলাই থেকে দেশব্যাপী এই পদযাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলা এবং দেশের সম্ভাবনাকে নতুন করে আবিষ্কার করাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের নানা প্রান্তে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার পর এবার পদযাত্রাটি প্রবেশ করতে চলেছে রাজবাড়ীতে।
আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায়, অন্যতম এক সংগঠক রাজবাড়ীকে তার ‘শ্বশুরবাড়ি’ এবং নিজেরও বাড়ি হিসেবে অভিহিত করে এর প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি পদ্মার নৌকায় ইলিশ কেনা, বরাট বাজার থেকে গুদারবাজার মোটরসাইকেলে ঘুরে বেড়ানো এবং দৌলতদিয়ার টাটকা মাছের স্মৃতিচারণ করেন। তাঁর বার্তায় নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত চমচমের স্বাদ এখনো অমলিন বলে উল্লেখ করেন তিনি।
এই ব্যক্তিগত স্মৃতির আবহের মধ্যেই তিনি রাজবাড়ীবাসীকে জুলাই বিপ্লবের স্বপ্ন ও বার্তা পৌঁছে দিতে চান। তিনি বলেন, “এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে।”
১৭ জুলাই বিকেল ৩টায় রাজবাড়ী রেলগেটে আয়োজিত গণজমায়েতে সর্বস্তরের মানুষকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতারা সেখানে উপস্থিত থেকে জনতার সাথে কথা বলবেন এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তাদের ভাবনা তুলে ধরবেন।
“রাজবাড়ীতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য,” এই আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই শহরের মানুষ তাদের ভালোবাসায় সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে আরও শক্তিশালী করবে।