July 17, 2025, 10:42 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পলাশে দোয়া ও আলোচনা সভা

নাজমুল হাসান ( নরসিংদী)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পলাশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী।

আলোচনা সভায় বক্তৃতা করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর কবির, জামায়াতে ইসলামীর ঘোড়াশাল পৌর আমীর অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারী মো. ইকরাম হোসেন, হেফাজতে ইসলামের নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আব্দুর রহিম কাসেমী, জাতীয় নাগরিক পার্টির পলাশের সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম রাকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশের সভাপতি মাওলানা নোমানুল করিম।

বক্তারা বলেন, “বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ এ দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন