জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। সেমিনারের সভাপতিত্ব করেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলাম।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতেই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিদ্ধস্তে হতাহতের ঘটনায় শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন লাইফ এন্ড আর্থ অনুষদের ডিন – অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন । তিনি তার বক্তব্যে বলেন – “জুলাই বিপ্লবকে ধারণ করে আমাদের অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে । আমাদের সমাজে যেসব অপসংস্কৃতি এবং অপসিদ্ধ বিষয়াবলি আছে তার বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে “। অনুষ্ঠানদের সভাপতি তার বক্তব্যে বলেন – “ রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে , গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে “।
এসময় স্মৃতিচারণ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ সাজিদ সহ আরো জুলাই আন্দোলনের যোদ্ধাদের ।