September 4, 2025, 6:33 am

ভারত-রাশিয়ার সম্পর্ককে সম্মান করি, কিন্তু…

নয়া বাংলাদেশ ডেস্ক

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান করে পাকিস্তান; তবে একই সঙ্গে ইসলামাবাদ মনে করে যে পাকিস্তানের সঙ্গেও রাশিয়ার একটি ‘ঘনিষ্ঠ এবং দৃঢ়’ সম্পর্ক থাকা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের পর্যটন শহর তিয়ানজিনে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান উভয়ই এ জোটের সদস্য।

২ সেপ্টেম্বর সোমবার সম্মেলন শেষে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর পাশাপাখি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও ব্যাপক প্রচার পায় পুতিন-মোদির এই বৈঠক। পুতিনের সরকারি লিমুজিন গাড়িতে চেপে তার সঙ্গে বৈঠকের ভেন্যুতে গিয়েছিলেন মোদি। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পুতিন।

মঙ্গলবারের সাক্ষাতে মোদির সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে রাশিয়ার প্রেসিডেন্টকে শেহবাজ বলেন, ভারতের সঙ্গে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা সম্মান করি, এটা খুবই চমৎকার একটি সম্পর্ক; কিন্তু আমরাও রাশিয়ার সঙ্গে একটি দৃঢ় এবং শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চাই। রাশিয়া ও পাকিস্তানের মধ্যে একটি সম্মানজনক এবং পরিপূরক সম্পর্ক দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নতি ও সমৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে।

দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান শেহবাজ। পাশাপাশি তিনি বলেন, বাণিজ্য, জ্বালানি, কৃষি, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, সংস্কৃতি, দুই দেশের জনগণ পর্যায়ে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানসহ আরও বিভিন্ন খাতে মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বন্ধনকে সম্প্রসারিত করতে আগ্রহী ইসলামাবাদ।

উত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, এটা দুর্ভাগ্যজনক যে কিছু বাস্তব পরিস্থিতিগত কারণে গত কয়েক বছরে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য খানিকটা হ্রাস পেয়েছে। এটা (হ্রাসের পরিমাণ) আক্ষরিক অর্থেই নগণ্য, তবুও দু’দেশের সম্পর্ককে বিশ্লেষণ এবং এই সম্পর্কের মাত্রা বৃদ্ধির স্বার্থে কাজ করার জন্য এটি একটি ভালো সংকেত।

সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে বৈঠকে পুতিন বলেছেন, সম্প্রতি পাকিস্তান ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করছে। আমরা শুনেছি যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা এজন্য শোকাহত।

তবে এখানে এসসিও সম্মেলনে আমরা পরস্পরের সঙ্গে বৈঠক করলাম, আপনি আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমরা আশা করি, আপনার নেতৃত্বে পাকিস্তান যাবতীয় বাধা এবং সংকট অতিক্রম করতে পারবে, শেহবাজকে বলেন পুতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন