নরসিংদীতে র্যাবের অভিযানে ১০ মামলার পলাতক আসামী অস্ত্র ও মাদক সহ আটক
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৩) ও একই এলাকার শেখ ফরিদের ছেলে বরকত উল্লাহ (২০)।
র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি, মাদকসহ অন্তত ১০টি মামলার আসামি সে।
আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।