August 10, 2025, 1:09 am
শিরোনামঃ
ছাত্রদলের কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ শিবির সেক্রেটারি জেনারেলের গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন জয়পুরহাট চিনিকলে বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদীতে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ ভিত্তিহীন দাবি অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যের ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ; আহত ১৫ জবির বাস সংকট ও নষ্ট বাসের ভোগান্তির শেষ কোথায় পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু

খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বিজয় ফিস্টে’ খাওয়া খাবারের কারণে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে হলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অসুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবারের স্যালাইন বিতরণ করা হয়েছে।

বিজয় চব্বিশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম জানান, ‘বিজয় ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থীদের মধ্যে গ্যাস্ট্রিক ও ফুডপয়জনজনিত সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আয়োজিত ‘বিজয় ফিস্ট’-এ শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে খাবার গ্রহণ করেন। তবে খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। এরপর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

বিজয়-২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা হয় এবং রাতে খাবার খেতে পারিনি। সকালে মেডিকেলে চিকিৎসা নিয়েছি।’
অন্য একজন শিক্ষার্থী অর্পণ ধর বলেন, ‘আমার কক্ষের তিনজনই খাবার খেয়ে অসুস্থ হয়েছি। টয়লেটে একাধিকবার যাওয়া হয়েছে, ঔষধ নিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ‘আজ তিনি ডিউটিতে ছিলেন না, তবে দায়িত্বে থাকা চিকিৎসকরা আনুমানিক ১৫ জন শিক্ষার্থীকে পেটের সমস্যায় চিকিৎসা দিয়েছেন।’ এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন