নরসিংদীতে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ ভিত্তিহীন দাবি অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যের
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম ও জসিম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ‘অস্ত্র প্রশিক্ষণ’ সংক্রান্ত খবরকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৭ আগস্ট) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগের প্রতিবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জসিম উদ্দিন বলেন, “পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করিয়েছে। আমি অসুস্থতার কারণে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি। সন্ধ্যার পর আমি বাড়ি থেকেই বের হই না। অথচ সংবাদে আমাকে অস্ত্র প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
অপর সেনা সদস্য নজরুল ইসলাম বলেন, “এই সংবাদ আমাদের সামাজিকভাবে হেয় করতে প্রকাশ করা হয়েছে। এতে আমার ও আমার ছোট ভাইয়ের নাম উল্লেখ করে যে অভিযোগ করা হয়েছে তা পুরোপুরি বানোয়াট। আমাদের পরিবার এমন কাজ সমর্থন করে না। আমি সাংবাদিকদের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের নৈশপ্রহরী মামুন কবির বলেন, “আমি ১২ বছর ধরে স্কুলে চাকরি করছি। প্রতিদিন সন্ধ্যা ৭টার পর স্কুলে ঢুকি এবং সকাল ৬টায় বের হই। কখনও কোনো ধরনের অস্ত্র প্রশিক্ষণের ঘটনা চোখে পড়েনি। তাছাড়া রাতের বেলা স্কুলের একটি গেট তালাবদ্ধ থাকে।”
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে “রায়পুরার চরাঞ্চলে আওয়ামীদের অস্ত্র প্রশিক্ষণ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে জড়িয়ে তথ্য দেওয়া হয়। তবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন।
তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।