August 11, 2025, 8:01 pm
শিরোনামঃ
মগবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার পাঁচবিবির বাগজানায় দুস্থদের মাঝে চাল বিতরন।। দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি,স্বজনদের অভিযোগ গাফিলতির জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় মানববন্ধন দেশে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও বিক্ষোভ বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা, প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি,

কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন সহ এক মাদক কারবারী আটক

 

কুড়িগ্রাম প্রতিনিধি,


কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা সহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। অপর এক মাদক কারবারী সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১,৩৪০/- টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।

অপরদিকে, একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার সহ মাদক কারবারী মোঃ মোস্তফা (১৯) কে আটক করে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। এছাড়াও, আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন