নরসিংদী বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে পৌর এলাকার বাসাইল মোড়ে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার অটোরিকশাচালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা শনিবার বিকেলে প্রসব ব্যথা নিয়ে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। রবিবার বিকেলে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হয়ে যায়।
ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, রোগীর পরিবারের উপস্থিতিতে একজন অপরিচিত নারী নিজেকে স্বজন পরিচয়ে কেবিনে প্রবেশ করেন। এরপরই শিশুটি নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত এক নারী আঁচলের নিচে কিছু ঢেকে নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি নবজাতকটি চুরি করেছেন।
এদিকে, নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, ‘‘নবজাতক চুরির খবর পেয়ে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনায় চোরকে শনাক্তের চেষ্টা চলছে। নবজাতককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’’
এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।