August 11, 2025, 3:47 pm
শিরোনামঃ
মগবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার পাঁচবিবির বাগজানায় দুস্থদের মাঝে চাল বিতরন।। দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি,স্বজনদের অভিযোগ গাফিলতির জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় মানববন্ধন দেশে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও বিক্ষোভ বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা, প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মগবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

ডেস্ক

মগবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

 

ঢাকা: রাজধানীর মগবাজার দিলু রোড এলাকায় একটি বাসায় ১০ বছরের একশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া হয়েছে। ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) মামলার পর অভিযুক্ত বাবুল বেপারীকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ আগস্ট দুপুরে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্বজনরা জানান, ভিকটিমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। মগবাজার দিলু রোডে ভাড়া ধাকেন। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, শিশুটির নানা মো. মিলন বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৮ আগস্ট দুপুরে প্রতিবেশী অভিযুক্ত বাবুল বেপারী (৪৩) দিলু রোডের তার নিজ বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিতে বাসায় পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, পরে গতকাল রোববার (১০ আগস্ট) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি শিশুটির কাছে জানতে পারেন। এরপর সোমবার থানায় এসে মামলা দায়ের করেন। পরে মামলায় অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেফতার করা হয়। তিনি জাতীয় জাদুঘরে চাকরি করেন। গ্রেফতারের পর সে নিজেই ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

এস আই রাজিব জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন