কুমিল্লাগামী জবি ‘গোমতী’ বাসে স্থানীয় দুর্বৃত্তদের হামলা
জবি প্রতিনিধি
আজ রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার বাগিচাগাও এলাকায় স্থানীয় কিছু দুর্বৃত্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কুমিল্লাগামী ‘গোমতী’ বাসে হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যথারীতি কুমিল্লা রুটে চলাচল করছিল। বাগিচাগাও বড় মসজিদের সামনে হঠাৎ একটি মোটরসাইকেল বাসটিকে ওভারটেক করে সামনের দিকে দাঁড় করায়। বাসটিকে সাইড না দেওয়ার অজুহাতে মোটরসাইকেলে থাকা দুই যুবক বাসের চালকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে এক যুবক বাসের উইন্ডশিল্ডে ঢিল নিক্ষেপ করলে সেটি ভেঙে যায়।
বাসে থাকা শিক্ষার্থীরা প্রতিবাদ করলে যুবকটি দাবি করে, “আমার বাবা কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ।” পরে সে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি।
গোমতী বাস কমিটির সভাপতি বলেন, “এখানে আমাদের বাসের কারও কোনো দোষ নেই। আমরা ছেলেটির বিরুদ্ধে মামলা করবো এবং ইতোমধ্যে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”
১৫ ব্যাচের শিক্ষার্থী ইমাম হাসান জানান, “আমাদের বাসের শেষ স্টপেজ পুলিশ লাইন্স। সেখান থেকে বাসটি বিআরটিসি ডিপোতে যাচ্ছিল। এ সময় এক মোটরসাইকেল আরোহী পেছন থেকে বারবার হর্ন দিচ্ছিল। পরে সে বাসের সামনে এসে দাঁড় করায় এবং সাইড না দেওয়ার কারণে চালককে অকথ্য ভাষায় গালাগালি করে। তর্কের এক পর্যায়ে সে ইট নিক্ষেপ করে বাসের ফ্রন্ট গ্লাস ভেঙে ফেলে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি, মামলা হয়েছে এবং প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, ‘গোমতী’ জবির দূরপাল্লার বাসগুলোর একটি, যা প্রতিদিন কুমিল্লা পুলিশ লাইন্স থেকে জবি ক্যাম্পাস পর্যন্ত শিক্ষার্থীদের পরিবহন সুবিধা দিয়ে থাকে।