August 13, 2025, 9:27 am

রাজবাড়ীর কালুখালীতে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

,রাজবাড়ীর কালুখালীতে পুকুরের পানিতে ডুবে মাইশা খাতুন (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা স্থানীয় মৎস্যজীবী মিরাজ শেখ ও নাসরিন বেগমের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাইশার মা নাসরিন বেগম বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মাইশা। অনেকক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, মাইশা ছিল চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ও সবার আদরের। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন