August 16, 2025, 1:57 pm
শিরোনামঃ
জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল নিয়ে দ্বন্দ্বে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশসহ আহত ৭ সিলেট থেকে লুট হওয়া ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার বিএনপি ও জামায়াতের কর্মযজ্ঞে উত্তপ্ত জয়পুরহাট-২ আসন কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন কুড়িগ্রামে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দ্বায়ে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার  নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ জবির ছাত্রী হলে ফ্রী মেডিকেল সেবা সহ ৬ পরিকল্পনা নিয়ে ছাত্রদলের শহীদ সাজিদ মেডি এইড গঠন রায়পুরায় নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের আট নেতা-কর্মী গ্রেপ্তার রাবিতে অবস্থান ধর্মঘট পালন

বিএনপি প্রথম সংস্কার চেয়েছে -বেলাবতে গণসংযোগে বিএনপি নেতা জুয়েল

নাজমুল হাসান ( নরসিংদী)

বিএনপি প্রথম সংস্কার চেয়েছে -বেলাবতে গণসংযোগে বিএনপি নেতা জুয়েল

নাজমুল হাসান ( নরসিংদী)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বপ্রথম সংস্কারের দাবি তুলেছে বলে মন্তব্য করেছেন দলের নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

 

বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদীর বেলাব বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, “সংস্কারের দোহাই দিয়ে যেন নির্বাচনকে থামিয়ে না দেওয়া হয়। সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে। নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চাঁদাবাজিতে কোনো নেতাকর্মী যেন সম্পৃক্ত না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা কেউ থামিয়ে দিতে পারবে না, সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা।”

 

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস.এম শাহাজান, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হারুন-অর-রশিদ, বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোবারক হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন