“এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই”
— রাজু আহমেদ
কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রাম সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২নং হলোখানা ইউনিয়নের ৬টি ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের আহ্বায়ক আব্দুল বাতেন সরকার, সদস্য সচিব ফিরোজ আখতার ও মুখ্য সংগঠক মজিবর রহমান এর স্বাক্ষরিত পত্রে ৬টি ওয়ার্ডের কমিটি
ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে জেলা যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া। অনান্যের মধ্যে সদর উপজেলা এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার, যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আলী সুমন, পৌর সদস্য সচিব ইকবাল হোসেন সহ সদর উপজেলা ও ইউনিয়ন কমিটির অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ রাজু আহমেদ বলেন, “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই। এনসিপি একটি আদর্শ রাজনৈতিক দল। এনসিপি থেকে কুড়িগ্রাম-২ আসনে সংসদ সদস্য প্রার্থী আমাদের সবার প্রিয় নেতা ড. আতিক মুজাহিদ ভাই।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রামে আতিক মুজাহিদ এর মতো উচ্চ শিক্ষিত, ভদ্র, মার্জিত ও গুণী নেতা এর আগে কেউ ছিলো না। আতিক মুজাহিদ তরুন প্রজন্মের একজন আইকন। তিনি কুড়িগ্রাম এর স্বাস্থ্য, শিক্ষা, মাদক, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, বন্যা, নদী ভাঙন সমস্যা রোধ সহ কুড়িগ্রামকে একটি মডেল জেলা হিসেবে গড়তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমাদের সবার উচিত এই গুণী নেতাকে ভোট দিয়ে কুড়িগ্রামকে বিনির্মানে সহযোগীতা করা।”