August 20, 2025, 7:25 pm
শিরোনামঃ

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জলাবদ্ধতা

এ.এস আব্দুস সামাদ, ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জলাবদ্ধতা

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল (এমএ) মাদ্রাসা। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় পড়াশোনা করছে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫১১ জন ও ছাত্র ৬৮৯ জন। শিক্ষক রয়েছেন ৩৩ জন ও কর্মচারী ৬ জন।

 

কিন্তু এতো বড় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও মসজিদে বর্ষা এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মাদ্রাসার খেলার মাঠে হাঁটু সমান পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, ঠিকমতো চলাচলও করতে পারে না। এমনকি মসজিদে মুসল্লিরা নামাজ আদায়েও সমস্যার সম্মুখীন হন।

এ প্রসঙ্গে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, একটু বৃষ্টি হলেই পুরো মাঠ পানিতে ডুবে যায়। এতে ক্লাস করতে এবং মাদ্রাসায় প্রবেশ করতেও আমাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই।

মাদ্রাসার মুহাদ্দিস রবিউল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ ও আশপাশে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

 

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার হোসেন জানান, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অল্প বৃষ্টিতেই পুরো মাঠ ও আঙিনায় পানি জমে যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই দুর্ভোগে পড়েন। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন