August 30, 2025, 5:47 pm

মুরাদনগর ইউসুফনগর বিলে ড্রেজার ও পাইপ অপসারণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ॥অনিক চৌধুরী

মুরাদনগর ইউসুফনগর বিলে ড্রেজার ও পাইপ অপসারণ

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ॥অনিক চৌধুরী

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর বিল থেকে একটি ড্রেজার ও প্রায় দেড় হাজার ফুট পাইপ অপসারণ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউসুফনগর বিলের একটি অংশে অবৈধভাবে ড্রেজিং কার্যক্রম চালিয়ে আসছিল একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে বিলের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে স্থানীয় কৃষিজমি হুমকির মুখে পড়ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে এবং পরে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে অভিযান চালায়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের অনুমোদন ছাড়া ড্রেজার বসানো ও পাইপলাইনের মাধ্যমে মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। পরিবেশ ও কৃষি সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন