August 30, 2025, 5:51 pm

ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংবর্ধনা দিল নরসিংদী প্রেস ক্লাব

নাজমুল হাসান ( নরসিংদী)

ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংবর্ধনা দিল নরসিংদী প্রেস ক্লাব

 

নাজমুল হাসান ( নরসিংদী),

নরসিংদী প্রেস ক্লাবের উদ্যোগে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা”-এর নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী।

সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মো: হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলসহ কমিটির ১৫ সদস্য ও ৪ জন উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মো. আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মিয়া হোসেন, অর্থ সম্পাদক নাসরীন গীতি, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি নরসিংদীর উন্নয়ন চিত্র গণমাধ্যমে আরও বিস্তৃতভাবে তুলে ধরার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন