August 30, 2025, 5:51 pm

রাজবাড়ীতে কিস্তির চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে কিস্তির চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাজবাড়ীতে এনজিওর কিস্তির চাপ সহ্য করতে না পেরে আসমা বেগম (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বামী ইসহাক মোল্লা বলেন, আমি গাছ কাটার কাজ করি। সেদিন বাইরে ছিলাম। শুনেছি বাসায় এনজিওর কর্মীরা এসেছিল। কিস্তির টাকা সময়মতো দিতে না পারায় তারা আমার স্ত্রীকে অপমান করেছে। অভিমান থেকেই হয়তো সে আত্মহত্যা করেছে। আমি থানায় মামলা করেছি এবং ন্যায়বিচার চাই।

 

শহীদওহাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিরা বিশ্বাস বলেন, আসমা বেগম আমাদের এলাকার ভালো মানুষ ছিলেন। এনজিও কর্মীদের গালিগালাজের কারণেই তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে শুনেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

 

স্থানীয়রা জানান, এনজিওর কিস্তি সময়মতো না দিতে পারলেই কর্মীরা অসহায় মানুষদের অপমান করে থাকে। নানা হুমকি-ধমকি দেয়। এর ফলে অনেক পরিবার দিশেহারা হয়ে যায়। তারা বলেন, আজ আসমাকে হারালাম, কাল যেন আর কোনো নারীকে হারাতে না হয় এটাই আমাদের দাবি।

 

 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান,
গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন