পাঁচবিবি আখচাষী মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়নাল আবেদীন জয়, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি:
আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আখচাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাট চিনিকলের পাঁচবিবি সাবজোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আখচাষী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ রোপন মৌসুমকে সামনে রেখে আয়োজিত এই সভায় আখচাষের আধুনিক প্রযুক্তি, বিশুদ্ধ বীজ ব্যবহার, রোপা পদ্ধতিতে আখ চাষ, দণ্ডায়মান আখের পরিচর্যা ও পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ একরামুল হক, মহিপুর কেন্দ্র সভাপতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড-এর সুযোগ্য ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা। তিনি আখ চাষে আধুনিকীকরণ ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন
জিএম (কৃষি) কৃষিবিদ মোঃ তারেক ফরহাদ, ডিজিএম (এসআই এগ্রো) মোঃ হুমায়ুন কবির,
সাবজোন প্রধান লিটন কুমার মন্ডল
সিডিএ সিআইসি বাজিতপুর ও মহিপুর কেন্দ্র
সভায় অংশগ্রহণকারী আখচাষীরা রোপা পদ্ধতিতে আখ চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।
সভা শেষে উপস্থিত কৃষকদের মধ্যে বীজ সার কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এই ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও আখ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।