August 30, 2025, 5:49 pm

ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথে নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড ২০২৫

নাজমুল হাসান ( নরসিংদী)

ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথে নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড ২০২৫

 

নাজমুল হাসান ( নরসিংদী),

 

নরসিংদীতে শনিবার সকালে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আইসিটি অলিম্পিয়াড নরসিংদী ২০২৫”। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ। তবে জরুরি সভার কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

 

তিনি বলেন, “তথ্য প্রযুক্তি আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এজন্য প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা অর্জন করা জরুরি। জেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় আধুনিক ল্যাব স্থাপন করা হবে।”

 

এসময় তিনি আয়োজকদের প্রশংসা করে নরসিংদীর শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মফিজুল ইসলাম, জামায়াত নেতা ইব্রাহীম ভূইয়া, এনসিপির জেলা সমন্বয়ক আওলাদ হোসেন জনি, এম আর ফারাবি, আবির মৃধা ও সাইদুল ইসলাম রাকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন