August 30, 2025, 5:55 pm

নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল হত্যায় জড়িত ২ আসামি গ্রেপ্তার

নাজমুল হাসান (নরসিংদী)

নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল হত্যায় জড়িত ২ আসামি গ্রেপ্তার

 

নাজমুল হাসান (নরসিংদী),

নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)। এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

 

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন জানান, নিহত মোজাম্মেল মিয়া সদর উপজেলার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে এবং নরসিংদী পৌরসভার সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন। অপর আসামি কাউছার একই মার্কেটের অন্য একটি দোকানের কর্মচারী।

গত ১৮ আগস্ট দুপুরে খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এ নিয়ে মোবাইল নষ্ট হয়েছে দাবি করে কাউছার জরিমানা চান। এ ঘটনায় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

 

এর জেরে ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেলকে বাড়ি থেকে ডেকে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মোজাম্মেলকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

 

এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে পিবিআই তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন