August 30, 2025, 6:17 pm

রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি,

রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন

 

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি,

বিভিন্ন দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে রাজশাহী বিভাগের আওতাধীন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ থেকে ৬০ জন আউটসোর্সিং কর্মচারী অংশগ্রহণ করেন। তারা ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ, চাকরির নিশ্চয়তা প্রদান, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ নানা দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন-
গোলাম কবীর, আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগ

মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী জেলা

আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী জেলা
এছাড়াও অন্যান্য আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেলেও এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি। তারা আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল করে সরাসরি নিয়োগ প্রদান, চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা, টেন্ডারের নামে অভিজ্ঞ কর্মচারীদের ছাঁটাই না করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল, বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারণ ব্যতিরেকে চাকরিচ্যুতি বন্ধ করা এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

 

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উল্লিখিত দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন