নরসিংদীতে দ্রুতগামী বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত আহত ৩
নাজমুল হাসান ( নরসিংদী),
নরসিংদীর বেলাব উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বিমল বিশ্বাস (৪২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল বিশ্বাস রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের অমৃত বিশ্বাসের ছেলে।
আহতদের মধ্যে শাহজাহান (৪০) একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে। তিনি সিএনজির যাত্রী ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকী আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে ভৈরবগামী উত্তরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক বিমলসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিমলকে মৃত ঘোষণা করেন। শাহজাহানকে ঢাকায় প্রেরণ করা হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুর রহমান জানান, উত্তরা পরিবহনের বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।