August 30, 2025, 5:55 pm

নরসিংদীতে জঙ্গল থেকে কারাগার হামলায় লুট হওয়া অস্ত্র উদ্ধার

নাজমুল হাসান ( নরসিংদী)

নরসিংদীতে জঙ্গল থেকে কারাগার হামলায় লুট হওয়া অস্ত্র উদ্ধার

 

নাজমুল হাসান ( নরসিংদী),

নরসিংদীর রায়পুরা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় কারাগারের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।

 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের নেতৃত্বে উপপরিদর্শক মোবারক হোসেন, জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া বাজার সংলগ্ন জঙ্গলে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, উদ্ধারকৃত ৭.৬২ চাইনিজ রাইফেলটি গত বছরের ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী কারাগারে হামলা চালিয়ে লুট করা অস্ত্রের মধ্যে একটি। উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন