নরসিংদীর মেঘনায় অভিযান: ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
নাজমুল হাসান ( নরসিংদী)
নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুব্রত কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে করিমপুর ও চড়দিঘলদী ইউনিয়নের রসুলপুর ও জিৎরামপুর সীমান্তবর্তী মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ছোট নৌকা এবং প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ওসি সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ আলাউল হক, সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম, তৈয়বুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের একটি টিম।
ওসি সুব্রত কুমার পোদ্দার আরও জানান, নৌ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ ধরার নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নৌপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।